বরিশালে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি স্টেশনের একটি টহল দল। রবিবার (১৬ অক্টোবর)রাত ৯ টায় নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হল, বাকেরগঞ্জ উপজেলার রানীরহাাট এলাকার মো. হাফেজুলের ছেলে রাব্বি (১৯)। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে গণমাধ্যম পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট বিএন মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল।তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি স্টেশনের একটি টহল দল রবিবার রাত ৯ টায় নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় রাব্বিকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজা ও আটক মাদককারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান ।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড