আসছে নতুন প্রযুক্তির নিত্য নতুন ধরণ, বর্তমানের চলন, ফেসবুকের প্রচলন। ফেসবুকের ব্যবহার – নতুন প্রজন্মের হাতিয়ার। লাইক, কমেন্ট, শেয়ার, বাড়ছে তাতে পেয়ার। ছেলে মেয়ের প্রতি অভিভাবকদের দেখি নেই কোন কেয়ার। ফেসবুকে আছে এক ম্যাসেন্জার, রাত জেগে করে সবে চ্যাটিং তার। চ্যাটিংয়ের ফলে — বয়স ভেদা-ভেদ যায় তারা ভুলে। মধুর আলাপনে মন যায় গলে, কত লোকের- বুক ভাসে জলে। ঘর-সংসার ছেড়ে যারা অন্যের পিছে ছোটে, কে জানে শেষ পর্যন্ত – কার কপালে কি জোটে ? ফেসবুকের হাত ধরে – কত লোক যে ভাই – জীবন শেষ করে। প্রেমের টানে অনেকে- ঘর ছেড়ে পালায়, ফেসবুকের জালায়। পালায় যখন কারও – বোন, বউ, মেয়ে, কেউবা থাকে – অবাক বিস্ময় চেয়ে। ফেসবুকের সুবাদে – -ম্যাসেজ আর পোষ্ঠিং – চলে অবাধে। বন্ধুর সাথে – কথা হয় নীরবে- ধরবে তাদের কিভাবে ? ফেসবুকের হাওয়াতে- তরুণ প্রজন্মকে দেখি গা ভাসাতে। তাহলে প্রত্যাশা কি ভবিষ্যতে ? লেখা- পড়ায়- – অমনোযোগী যারা, ভবিষ্যৎ করবে কি তারা ? ভাবছি বসে মনে, এ যেন জীবন-মৃত্যুর – সন্ধিক্ষণে। ফেসবুক নিয়ে দেখি– কত না মাতা-মাতি, কাছে নয়, দূরে বলে – -হয় না কোন হাতা-হাতি। হায়রে, এলো একি কলির কাল ! বল দেখি, এ কেমন ডিজিটাল.?
গণমাধ্যম, দেশজুড়ে, বিনোদন, শিক্ষা, সাহিত্য