কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশানর মো. সাইফুল ইসলাম, এপিবিএন-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, শেখ হাসিনা সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল, র্যাব-৮ এর অধিনায়ক লে. কমান্ডার মাহামুদুল হাসান, এনএসআই’র অতিরিক্ত পরিচালক মো. আশরাফুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় কমিটির সভাপতি স.ম ইমানুল হাকিম, বিআরটিএ’র বরিশাল বিভাগের পরিচালক মো. জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড