ধীরে ধীরে কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।মঙ্গলবার (৮ নভেম্বর) আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮, রাজশাহীতে ১৭ দশমিক ৮, রংপুরে ২২ দশমিক ২, ময়মনসিংহে ২০ দশমিক ৫, সিলেটে ২১ দশমিক ৬, চট্টগ্রামে ২২ দশমিক ৯, খুলনায় ২১ এবং বরিশালে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড