রাত ৯:০৮ ; রবিবার ; ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান দেশের স্বার্থে সেনাপ্রধানের   ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার সব গায়েবি মামলা:আইন উপদেষ্টা   হদিস মেলেনি ব্যবসায়ীর ৯ কোটি টাকা নেওয়ার পরও   নানক ও শামীম ওসমান দুদকের মামলা পরিবারের বিরুদ্ধে   নতুন বাংলাদেশের চার্টার সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে : ড. মুহাম্মদ ইউনূস   রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে পুলিশকে   রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে

১৬ নম্বর ওয়ার্ড শূণ্য ঘোষণা বিসিসির উপ-নির্বাচনের তফসিল যেকোন সময়

Shongrami Bangla
৪:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

মাত্র ২১ দিনের ব্যবধানে বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের দুই কাউন্সিলরের মৃত্যু হয়েছে গত অক্টোবর মাসে। ৮ অক্টোবর সাধারণ ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারেফ আলী খান বাদশা এবং পরবর্তী ২৯ অক্টোবর মৃত্যুবরণ করেন সংরক্ষিত-১ (১.২.৩) নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিনু রহমান। তাদের মৃত্যুতে দুটি ওয়ার্ডে উপ-নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

এরিমধ্যে সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদ শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশনে বার্তা প্রেরণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিধি মোতাবেক ওয়ার্ড শূণ্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে। ফলে যেকোন সময় এই ওয়ার্ডে পদে উপ-নির্বাচনের তফসির ঘোষণা হতে পারে বলে জানিয়েছে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়।তবে সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডটি এখনো প্রশাসনিকভাবে শূণ্য ঘোষণা হয়নি। এ কারণে সাধারণ ১৬ নম্বর ওয়ার্ডের তফসিল ঘোষণায় বিলম্ব হওয়ার শঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। যদিও না হলেও নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন দুটি ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা। নিজেদের অস্তিত্বের জানান দিতে ভোটারদের দারে দারে ঘুরছেন তারা।বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানিয়েছেন, ‘চলতি বছরের গত ৮ অক্টোবর নিউইয়ার্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিসিসির সাধারণ ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তার মৃত্যুর পরে সিটি কর্পোরেশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দাপ্তরিক পত্রের মাধ্যমে বিষয়ে অবহিত করা হয়। পরবর্তীতে গত দুই সপ্তাহ পূর্বে ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশনে বার্তা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সংরক্ষিত ওয়ার্ড-১ এখনো শূণ্য ঘোষণা হয়নি বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা।

এ প্রসঙ্গে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ‘বরিশাল সিটি কর্পোরেশনের চলতি চতুর্থ পরিষদের মেয়াদ আছে আগামী ২০২৩ সালের মে মাস পর্যন্ত। মেয়াদ শেষ হওয়ার তিনমাসের মধ্যে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই সাধারণ ১৬ নম্বর ওয়ার্ডের নির্বাচন হতে পারে।তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডটি শূণ্য ঘোষণা করা হয়ে। এ বিষয়ে আমরা চিঠি পেয়েছি। তবে পরবর্তী উপ-নির্বাচনের বিষয়ে কমিশন থেকে এখনো পর্যন্ত কোন নির্দেশনা আসেনি। যদিও ওয়ার্ড শূণ্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বিধি-বিধান রয়েছে। যে কারণে ১৬ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনের তফসিলও যেকোন সময় ঘোষণা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।খোঁজ নিয়ে জানা গেছে, ‘৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন হলে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর জনপ্রতিনিধিত্বের সুযোগ পাবেন সর্বোচ্চ তিন মাস। এরপরেই আবার সিটি নির্বাচনের তসফিল ঘোষণা হবে। এরপরেও মাত্র তিন মাসের জন্য কাউন্সিলর হতে মাঠে নেমে পড়েছেন একাধিক প্রার্থী। বিশেষ করে সাধারণ ১৬ নম্বর ওয়ার্ডে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান নেমেছেন আটঘাট বেধেই। তিনি আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্বে থেকেই প্রস্তুতি নিয়ে আসছেন। তার মধ্যেই ওয়ার্ড কাউন্সিলর মোশারফ আলী খান বাদশার মৃত্যু হয়। এর ফলে উপ-নির্বাচনেই প্রতিদ্ব›িদ্বতার প্রস্তুতি নিয়েছেন তিনি।এদিকে, রাজিব হোসেন খান ছাড়াও ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতার আলোচনায় আছেন গত নির্বাচনে অল্পভোটে পরাজিত হওয়া মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন সিকদার। তিনি দলীয় এবং স্থানীয়ভাবে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে ওয়ার্ডটিতে উপ-নির্বাচনে বিএনপি বা অন্য কোন দলের প্রার্থীরা এখনো আলোচনায় আসেননি।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে