সকাল ১১:৩৩ ; মঙ্গলবার ; ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক ও শামীম ওসমান দুদকের মামলা পরিবারের বিরুদ্ধে   নতুন বাংলাদেশের চার্টার সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে : ড. মুহাম্মদ ইউনূস   রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে পুলিশকে   রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে   টিপু ৩ দিনের রিমান্ডে   তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায়:আপিল বিভাগ   আর জাতীয় স্লোগান নয় জয় বাংলা

ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড শ্রেষ্ঠত্বে জাতীয় স্বীকৃতি পেলো

Shongrami Bangla
৪:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২

প্রান্তিক জনগোষ্ঠির জন্য ইন্টারনেট সেবা প্রদানের অসামান্য অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পরে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ ও নতুনত্ব আনয়নে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলো দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড।মঙ্গলবার রাজধানীর হোটেল সেরাটনে আড়ম্ভরপূর্ণ আয়োজনে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার ৩য় পর্যায়) প্রকল্পের সমাপনি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

এসময় অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন.এম জিয়াউল আলম-পিএএ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনফো-সরকার প্রকল্পের পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। সমাপনী বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক রণজিৎ কুমার। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিআরআইজি’র ব্যবস্থাপনা পরিচালক গুওয়া ওয়ে, হুয়াওয়ে টেকনোলজিস্ট লিমিটেডের সিইও প্যান জুনফেং ও বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।এর আগে একই বছরের ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে আড়ম্বর আয়োজনে আটটি দেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠির জন্য ইন্টারনেট সেবা প্রদানের অসামান্য অবদান রাখায় সাউথ এশিয়ান বিজনেস অক্সিলেন্স এ্যাওয়ার্ড অর্জন করে ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড।

প্রসঙ্গত, ২০০৭ সালে বরিশালে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড সেবা প্রদান কার্যক্রম শুরু করে। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হয়ে দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অগ্রণী ভ‚মিকা পালন করছে প্রতিষ্ঠানটি। নগরায়নের বাইরে প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে বিশ্বায়নের সাথে সর্বস্তরের মানুষকে যুক্ত করে নিরবচ্ছিন্ন জনসেবা নিশ্চিত করছে ইউরোডেল বিডি অনলাইন লিমিটেড।দ্বিতীয় বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের পদকপ্রাপ্তির অনুভ‚তিতে ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভিশন তথ্য প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ গড়ার অংশ হিসেবে ইরোটেল বিডি চেষ্টা করছে নিজ অবস্থানে থেকে কাজ করার।

নদী বেষ্টিত বরিশাল বিভাগের অনেক এলাকা রয়েছে দুর্গম। যেখানে ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ কিন্তু পৌঁছানো কষ্টসাধ্য। আমরা চেষ্টা করেছি বিভাগের দুর্গমসহ সকল জনপদকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসতে। এতে মানুষ ঘরে বসেই সহজে সরকারের সেবা পাবেন। আমি মনে করি এই অর্জন শুধু ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের একার নয়, পুরো বরিশালবাসীর।’এসএম জাকির হোসেন আরও বলেন, ‘শুধু ইন্টারনেট সেবাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরিশাল অঞ্চলের বেকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও কাজ করছে ইউরোটেল বিডি অনলাইন লিমিটেড। এই অঞ্চলের দুইশর অধিক শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হয়েছে।

বরিশালের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিভাগের পাঁচশর অধিক শিক্ষার্থীদের বিনা খরচে ইউরোটেল বিডি অনলাইন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ করে দিয়েছে। যারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আজ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আইটি বিভাগে দক্ষতার সাথে কাজ করছে। ইউরোটেল বিডি অনলাইন লিমিটেডের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।এদিকে, জানা গেছে, দেশের প্রান্তিক গ্রামীণ জনপদে দ্রুতগতির ইন্টারনেট সেবা সরবরাহের লক্ষ্য নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ইনফো-সরকার ৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পটি। দেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করার পাশাপাশি প্রকল্পটির উদ্দেশ্য ছিল ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দপ্তর, বিদ্যালয়, কলেজ, গ্রোথসেন্টার ও অন্যান্য সরকারি কার্যালয় সমূহে নেটওয়ার্ক সংযোগ স্থাপনের জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) এর নেটওয়ার্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি করা।এছাড়া জাতীয় আইসিটি নীতিমালা ২০১৫ এর লক্ষ্য অর্জনের জন্য গ্রামী জনগোষ্ঠীর ই-সার্ভিসে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং জাতীয় আইসিটি নেটওয়ার্কের সাথে বাংলাদেশ পুলিশ নেটওয়ার্ককে সংযুক্ত করতে জিওবি এর আওতায় পুলিশ ইউনিটের সর্বস্তরে অবাধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ছিল এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পটিতে দেশের দুই হাজার ৬০০ ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি প্রদান করার পাশাপাশি এক হাজার পুলিশ অফিস ভিপিএন কানেক্টিভিটির মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

প্রকল্পের নেটওয়ার্ক থেকে দুই হাজার ৬০০ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের বিগত চার বছর যাবত বিনামূল্যে পাঁচ এমবিপিএস ব্যান্ডউইথ সংযোগ দেয়ায় গ্রামীণ জনগণকে প্রায় ৮০ কোটি সরকারি সেবা প্রদান করা সম্ভব হয়েছে। এর ফলশ্রুতিতে সাধারণ মানুষের প্রায় ৮০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে, যার একটি বিরাট অংশ এই প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় স্থাপিত নেটওয়ার্ক থেকে সারাদেশে ৮৪ হাজার ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রাম পর্যায়ে এক লক্ষ ৯ হাজার ২৪৪টি সরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযুক্ত হচ্ছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সর্বোপরি সারা দেশের ৬০ ভাগ ভৌগলিক এলাকায় প্রায় ১০ কোটি জনসাধারণ উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে এই প্রকল্পের মাধ্যমে।কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে সরকারি সকল মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থাসহ অন্যান্য সকল প্রতিষ্ঠান সভা, সেমিনার, মাঠ পর্যায়ে পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে। ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে নির্মিত অবকাঠামো দ্বারা অনলাইন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের তৃণমূল জনগণ এই ইন্টারনেট সংযোগ স্থাপনের ফলে অনেক নাগরিক সুবিধা উপভোগ করছে। যার ফলে গ্রাম ও শহরের ব্যবধান কমিয়ে আনার ক্ষেত্রে এই প্রকল্পের বিশেষ অবদান রয়েছে।প্রকল্পটি ক্রিয়েটিভ ইনক্লিউসিভ ডিজিটাল অপরচুনিটিস ক্যাটাগরিতে ই-এশিয়া ২০১৭ অ্যাওয়ার্ড, ডিজিটাল গভার্ণমেন্ট অ্যাওয়ার্ড কাটাগরিতে ২০১৮ সালে অ্যাসোসিও অ্যাওয়ার্ড এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস্ ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে ডব্লিউএসআইএস ২০১৯ আরে চ্যাম্পিয়ন হিসেবে অন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রহণ করে।উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইনফো-সরকার তৃতীয় পর্যায় প্রকল্পটি মন্ত্রিসভার অনুমোদন মোতাবেক জাতীয় অগ্রাধিকার প্রকল্প হিসেবে গত ২০১৮ সালের ৬ ডিসেম্বর গেজেটে প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১২ ডিসেম্বর এ প্রকল্পের আওতায় দেশের দুই হাজার ৬০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড কানেক্টিভিটির শুভ উদ্বোধন করেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে