বাবুগঞ্জের খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি করে বিপাকে পরেছেন প্রধান শিক্ষক মোসামাৎ মরিয়ম।তিনি নিয়মবহির্ভূত বিদ্যালয় প্রাঙ্গণের ৫ টি সুপারি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠের পাশে রোপিত সুপারি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। সহকারী শিক্ষক মোসাঃ কাজল বলেন, প্রধান শিক্ষক মরিয়ম ম্যাডাম সুপারি গাছ এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।স্থানীয় বাসিন্দা রাজ্জাক বলেন, আমার কাছে প্রধান শিক্ষক ৫ টি সুপারি গাছ বিক্রি করেছেন। আমি গাছ গুলো কেটে নিয়েছি।এ বিষয়ে প্রধান শিক্ষক মোসামাৎ মরিয়ম বলেন, ওই এলাকার লোকজন ভালো না। সুপারি গাছের সাথে এলাকার মানুষ ছাগল বেধে রাখে। তাছাড়া একটি টিউবওয়েল বসানোর কারনে গাছ কাটতে হবে।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার রেজাউল করিম বলেন, খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারি গাছ কেটে নেওয়ার ব্যাপারে আমাদের কাছ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি।
যদি সুপারি গাছ কেটে থাকে তাহলে সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড