দুপুর ১:৪১ ; বৃহস্পতিবার ; ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  হদিস মেলেনি ব্যবসায়ীর ৯ কোটি টাকা নেওয়ার পরও   নানক ও শামীম ওসমান দুদকের মামলা পরিবারের বিরুদ্ধে   নতুন বাংলাদেশের চার্টার সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে : ড. মুহাম্মদ ইউনূস   রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে পুলিশকে   রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে   টিপু ৩ দিনের রিমান্ডে   তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায়:আপিল বিভাগ

বই উৎসব নিয়ে শঙ্কা দক্ষিণাঞ্চলে

Shongrami Bangla
৩:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

আর মাত্র ৭২ ঘন্টা পরে পহেলা জানুয়ারি। সরকার ঘোষিত বই উৎসবের দিন। কিন্তু বরিশাল বিভাগে চাহিদার অনুক‚লে বই পৌঁছেনি এখনো। যে সংখ্যক পৌঁছেছে, তা যথেষ্ট নয়। এজন্য বই উৎসব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে গোটা বরিশাল বিভাগে।বরিশাল বিভাগীয় শিক্ষা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, ৬ জেলার ৪২টি উপজেলায় মোট শিক্ষার্থী এবং এদের অনুক‚লে বইয়ের চাহিদার সুনির্দিষ্ট তথ্যই এখনো জমা হয়নি। এছাড়া এখন পর্যন্ত যেসব বই এসেছে, সেগুলোও নিম্নমানের। বরগুনা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঞা বলেন, উপজেলায় মাদ্রাসা, ইবতেদায়ী, মাধ্যমিক এবং প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ১ লাখ ১৯ হাজার ৩১৭টি। তবে ২৭ ডিসেম্বর পর্যন্ত বই পেয়েছি ৫০ হাজার ১৩৮টি। এরমধ্যে চতুর্থ, পঞ্চম ও সপ্তম শ্রেণীর একটি বইও আসেনি। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আংশিক বই এসেছে। মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম পর্যন্ত ৩টি বিষয়ের বই আসা বাকি রয়েছে। এছাড়া মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর কোন বই এখনো পৌঁছেনি। ভোলার তজুমদ্দিন, পটুয়াখালীর গলাচিপা, দুমকি, ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া উপজেলা শিক্ষা অফিসেও কথা বলে একই রকম তথ্য পাওয়া গেছে। এসকল উপজেলার শিক্ষা কর্মকর্তারাও বলেছেন অনিশ্চয়তার কথা। পিরোজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী বলেন, এখনো বই আসছে প্রতিদিন। কত সংখ্যক বই পেয়িছি তা ৩১ ডিসেম্বরের আগে বলা যাচ্ছে না। বছরের শেষদিন পর্যন্ত যদি চাহিদার অনুক‚লে বই না পৌঁছে তখন হয়তো শঙ্কার কথা বলা যাবে। বিগত বছরের তুলনায় চলতি বছর বই আসতে দেরি করছে।

একই জেলার প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানিয়েছেন, এখন পর্যন্ত আসা বইয়ের মান নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া গত বছরে ২৫-২৬ ডিসেম্বরের মধ্যে চাহিদার অনুক‚লে ৭০-৮০ শতাংশ বই পৌঁছেছিল। কিন্তু এ বছর যেভাবে বই আসছে, তাতে জেলার শতভাগ শিক্ষার্থীর হাতে সব বই দেয়া সম্ভব হবে না। কুমারেশ চন্দ্র আরো বলেন, জেলার ৭টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত ৪ উপজেলায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই এসেছে। বাকি দুটিতে বই এসছে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর।

বাবুগঞ্জ উপজেলার দুটি ও বানারীপাড়ার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা জানা গেছে, এবারের বই উৎসবে প্রথম দিনে সকল শিক্ষার্থীর বই পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আমরাও দুশ্চিন্তায় রয়েছি, সময় মতো বই না পাওয়া গেলে শিক্ষার্থীরা কি পড়বে। বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে নতুন শিক্ষাবর্ষে মোট চাহিদা ১৩ লাখ ২১ হাজার ২০টি বই। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৮০০, আগৈলঝাড়ায় ৮৮ হাজার ৮৪৮, উজিরপুরে ১ লাখ ৩ হাজার ৫১২, গৌরনদীতে ৮৬ হাজার ৭০০, বাকেরগঞ্জে ১ লাখ ৮১ হাজার ১৪০, বানারীপাড়ায় ৮৫ হাজার ২০, বাবুগঞ্জে ৬৭ হাজার ৮০০, মুলাদীতে ১ লাখ ১৬ হাজার ২৫০, মেহেন্দীগঞ্জ ২ লাখ ১০ হাজার ৬০০ এবং হিজলায় ৯৪ হাজার ৩৫০ নতুন বইয়ের চাহিদা রয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, প্রাক-প্রাথমিকের সব নতুন বই পৌঁছেছে। চলতি সপ্তাহে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই পৌঁছাতে পারে। তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি কোনো বই এখনো পৌঁছায়নি। মেহেন্দীগঞ্জ উপজেলায় দুই লাখের বেশি বইয়ের চাহিদা। কিন্ত এখন পর্যন্ত শুধু প্রাক-প্রাথমিক শ্রেনীর দুই বিষয়ে বই এসেছে। অন্য শ্রেনীর বই এখনো আসেনি বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন। শিক্ষা কর্মকর্তাদের উদ্বেগ থাকলেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বরিশাল বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এবং প্রাথমিক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকদের। বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক আনোয়ার হোসেনের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিক কল করেও যোগাযোগ করা যায়নি। একইভাবে প্রাথমিক শিক্ষা বরিশালের বিভাগীয় উপ-পরিচালক মিজ নিলুফার ইয়াসমিনের সাথে যোগাযোগ করেও কথা বলা যায়নি।

তবে দুটি কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রাথমিকে ১১ লাখ শিক্ষার্থীর অনুকুলে ৫০ লাখের বেশি বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু এখনো ৫০ লাখ বই এসে পৌঁছেনি। আগামী তিনদিনে সম্পূর্ণ বই এসে পৌঁছানো অসম্ভব। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিভাগীয় অফিস থেকে জানানো হয়েছে, বিভাগের ৬টি জেলার মধ্যে বরিশাল, বরগুনা, পিরোজপুর, ভোলা জেলার চাহিদাপত্র তারা পেয়েছেন। ঝালকঠি এবং পটুয়াখালী জেলার চাহিদাপত্র এখনো পায়নি। ফলে কত লাখ বইয়ের চাহিদা রয়েছে, তা এখনো বলা যাচ্ছে না।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে