ঝালকাঠিতে নানা আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কোয়ান্টাম ফাউণ্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় পিঠা উৎসবের আয়োজন করা হয়।এ উপলক্ষে শহরের কামারপট্টি সড়কে কোয়ান্টাম প্রশান্তির ভূবনে (সংগঠনের কার্যালয়ে) ৩১ পদের পিঠা নিয়ে পিঠা উৎসবের আয়োজন করে সংগঠনটি। সংগঠনের কোয়ান্টামরা হাতে তৈরি দেশিও বিভিন্ন পিঠা তৈরি করেন। অনুষ্ঠানে ভাপা, পুলি, চিতৈ, চব, রসবড়া, পাকন, চুষি, পান পিঠাসহ বাহারি স্বাদের পিঠার পসরা সাজানো হয়। নানা বয়সের কোয়ান্টামরা এতে অংশ নেন। এছাড়াও শরীর চর্চা ও ধ্যানসহ নানা আয়োজন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। তীব্র শীতের সকালে শহরের পৌর মিনিপার্কে শরীর চর্চা ও ধ্যানে মগ্ন হন সংগঠনের শতাধিক সদস্যরা।
পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম, কোয়ান্টাম নুসরাত জাহান ও রাশেদুল ইসলাম শান্ত।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড