বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (১০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে বিপিএলের শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক।বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত মুখ মুশফিক। সব কটি আসরেই খেলেছেন উইকেটকিপার এই ব্যাটার। শুধু সংখ্যার হিসাবেই সেরা নন, বিপিএলে পারফরম্যান্সেও সেরার তালিকায় তিনি। সব মিলিয়ে বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রানও করেছেন মুশফিক। যদিও শিরোপার স্বাদ পাওয়া হয়নি এখনও। ফাইনাল খেলেছেন একবার। কিন্তু সেখানেও হাতছাড়া করেছেন শিরোপা।এবার মুশফিকের দলের নেতৃত্বে রয়েছেন বিপিএলের সবচেয়ে সফল, চারবারের শিরোপাজয়ী মাশরাফি বিন মুর্তজা। তার হাত ধরে সিলেট প্রথম শিরোপা পেলে মুশফিকের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। আগের ৯৯ ম্যাচে মুশফিক ৩৭.৯৭ গড়ে ২ হাজার ৫৮২ রান করেছেন। সর্বোচ্চ রান ৯৮ নট আউট।
বিপিএলের ম্যাচ খেলার তালিকায় মুশফিকের পর আছেন এনামুল হক বিজয়। তার ম্যাচ ৯৬টি। পরের অবস্থানে মাশরাফি বিন মুর্তজা (৯৫), ইমরুল কায়েস (৯৪), মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান (৯৩) ও মোহাম্মদ মিঠুন (৯১)।
খেলাধুলা, গণমাধ্যম, জাতীয়, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড