বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোট আগামী ৯ ফেব্রুয়ারী। মঙ্গলবার দুপুরে নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন উপ-পরিষদের আহবায়ক সৈয়দ গোলাম মাসউদ বাবলু। ঘোষিত তফসিলে আগামী ২২ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৪ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে । ২৫ জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ। ২৯ জানুয়ারী দুপুর ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ জানুয়ারি দুপুর ২টায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে দুপুর ১টা থেকে ৩০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকবে। এবারের নির্বাচনে সর্বমোট ৮৯৬ জন ভোটার তাদের ভোট দিবেন। এদিকে তফসিল ঘোষণার পরেও নির্বাচনী আমেজ আসেনি আইনজীবী পাড়ায়। বিশেষ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ অনেকটা নিষ্ক্রিয় নির্বাচন নিয়ে।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড