এ আলম (চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি): গত শুক্রবার দিবাগত রাত ৩ টায় মালবাহী ও যাত্রীবাহী ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১জন বাংলাদেশী সহ ৫৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বাংলাদেশীকে ডি,এন,এ টেষ্টের মাধ্যমে সনাক্ত করেন তার বন্ধূর সহযোগিতায়। নিহতের নাম- ইদ্রিস মিয়া পিতা-সাহাব মিয়া গ্রাম-পশ্চিম মেখল হাটহাজারী উপজেলা চট্টগ্রামের বাসিন্দা বলে জানানো হয়।এই দুর্ঘটনায় বেশিরভাগ নিহতদের সনাক্ত করা হয় ডি,এন,এ টেষ্টের মাধ্যমে। গ্রীস সরকার এই মর্মাহত ঘটনার জন্য সে দেশের রেল ও যোগাযোগ মন্ত্রীকে বহিস্কার করেন।
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড