কিশোরী বধূকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের রূপাতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌসি (১৫) নামের ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছেন। কিশোরীর অভিযোগ, যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামী এমন ঘটনা ঘটিয়েছেন।
শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন শুক্রবার দুপুরে বলেন, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ায় ওই গৃহবধূর দুই পা ভেঙে হাড় বের হয়ে গেছে। তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালের নারী অর্থপেডিক্স ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর স্বামী রাকিব হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হোসেন স্বীকার করেছেন যে, তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। তবে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন রাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌসি নগরীর রূপাতলী এলাকার শের-ই বাংলা সড়কের দিনমজুর রিপন হাওলাদারের মেয়ে। সাত মাস আগে স্থানীয় ইজিবাইক চালক রাকিব হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় জান্নাতুলের। পরে তাঁরা নিজেরা বিয়ে করেন।
জান্নাতুল ফেরদৌসির মা নুপুর বেগম জানান, সাত মাস আগে রূপাতলী ভাসানী সড়কের বাসিন্দা ইজিবাইক চালক রাকিব হোসেনকে পালিয়ে বিয়ে করে জান্নাতুল। দুই মাস আগে মেয়েকে তাদের বাসায় দিয়ে যান রাকিব। তখন দুই লাখ টাকার ফার্নিচার দিয়ে মেয়েকে পাঠানোর জন্য বলে যান রাকিব। কিন্তু এত টাকা দিয়ে ফার্নিচার কেনার সামর্থ্য না থাকায় মেয়েকে স্বামীর কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে কয়েকদিন আগে আবারও মেয়ে পালিয়ে স্বামীর বাসায় যায়। এরপর তাঁরা আর মেয়ের খোঁজ নেননি।
নুপুর বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আমাকে শেবাচিম হাসপাতালে যেতে বলেন। আমরা হাসপাতালে যাওয়ার পর মেয়ে শুধু বলেছে, তার স্বামী তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে।’ জান্নাতুল ফেরদৌসির বাবা রিপন হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের দাবিতে জামাই মেয়েকে খুব মারধর করত। কীভাবে ও কত তলা থেকে ফেলে দিয়েছে সে কথা মেয়ে কিছুই বলতে পারেনি। ঘটনাস্থল রূপাতলী হাউজিংয়ের ২২ নম্বর সড়কের ‘সারা-জারা ভবন’-এ গিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
জান্নাতুল ফেরদৌসিকে উদ্ধার করা প্রতিবেশী নিজাম উদ্দিন জানান, তিনি বাইরে বের হওয়ার পর হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান। কাছে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় ওই কিশোরী পড়ে আছে। তখন অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
শেবাচিম হাসপাতালের নারী অর্থপেডিক্স ওয়ার্ডের সেবিকা তমালিকা হালদার বলেন, অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর তার জ্ঞান ফিরেছিল। তখন সে জানিয়েছে, স্বামী ছাদ থেকে ফেলে দিয়েছে। এর বেশি কিছু সে বলতে পারেনি।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান শুক্রবার দুপুরে বলেন, মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত আসলে কী ঘটনা ঘটেছিল তার প্রকৃত তথ্য পাওয়া যাবে না। তবে রাতেই মেয়েটির স্বামী রাকিব হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। কিশোরীর বাবা রিপন হাওলাদার বাদী হয়ে রাকিব হোসেনকে একমাত্র আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড