দুপুর ২:৪৫ ; বৃহস্পতিবার ; ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  নানক ও শামীম ওসমান দুদকের মামলা পরিবারের বিরুদ্ধে   নতুন বাংলাদেশের চার্টার সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে : ড. মুহাম্মদ ইউনূস   রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ চলছে পুলিশকে   রাজাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে   টিপু ৩ দিনের রিমান্ডে   তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায়:আপিল বিভাগ   আর জাতীয় স্লোগান নয় জয় বাংলা

কিশোরী বধূকে হত্যাচেষ্টা

Shongrami Bangla
৮:৫১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২৩

কিশোরী বধূকে ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের রূপাতলী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতুল ফেরদৌসি (১৫) নামের ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেছেন। কিশোরীর অভিযোগ, যৌতুকের দাবি মেটাতে না পারায় স্বামী এমন ঘটনা ঘটিয়েছেন।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন শুক্রবার দুপুরে বলেন, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ায় ওই গৃহবধূর দুই পা ভেঙে হাড় বের হয়ে গেছে। তার মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। তাকে হাসপাতালের নারী অর্থপেডিক্স ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূর স্বামী রাকিব হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হোসেন স্বীকার করেছেন যে, তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। তবে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জান্নাতুল ফেরদৌসি নগরীর রূপাতলী এলাকার শের-ই বাংলা সড়কের দিনমজুর রিপন হাওলাদারের মেয়ে। সাত মাস আগে স্থানীয় ইজিবাইক চালক রাকিব হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় জান্নাতুলের। পরে তাঁরা নিজেরা বিয়ে করেন।

জান্নাতুল ফেরদৌসির মা নুপুর বেগম জানান, সাত মাস আগে রূপাতলী ভাসানী সড়কের বাসিন্দা ইজিবাইক চালক রাকিব হোসেনকে পালিয়ে বিয়ে করে জান্নাতুল। দুই মাস আগে মেয়েকে তাদের বাসায় দিয়ে যান রাকিব। তখন দুই লাখ টাকার ফার্নিচার দিয়ে মেয়েকে পাঠানোর জন্য বলে যান রাকিব। কিন্তু এত টাকা দিয়ে ফার্নিচার কেনার সামর্থ্য না থাকায় মেয়েকে স্বামীর কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে কয়েকদিন আগে আবারও মেয়ে পালিয়ে স্বামীর বাসায় যায়। এরপর তাঁরা আর মেয়ের খোঁজ নেননি।

নুপুর বেগম বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে আমাকে শেবাচিম হাসপাতালে যেতে বলেন। আমরা হাসপাতালে যাওয়ার পর মেয়ে শুধু বলেছে, তার স্বামী তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে।’ জান্নাতুল ফেরদৌসির বাবা রিপন হাওলাদার অভিযোগ করেন, যৌতুকের দাবিতে জামাই মেয়েকে খুব মারধর করত। কীভাবে ও কত তলা থেকে ফেলে দিয়েছে সে কথা মেয়ে কিছুই বলতে পারেনি। ঘটনাস্থল রূপাতলী হাউজিংয়ের ২২ নম্বর সড়কের ‘সারা-জারা ভবন’-এ গিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

জান্নাতুল ফেরদৌসিকে উদ্ধার করা প্রতিবেশী নিজাম উদ্দিন জানান, তিনি বাইরে বের হওয়ার পর হঠাৎ ওপর থেকে কিছু একটা পড়ার শব্দ পান। কাছে গিয়ে দেখেন অজ্ঞান অবস্থায় ওই কিশোরী পড়ে আছে। তখন অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

শেবাচিম হাসপাতালের নারী অর্থপেডিক্স ওয়ার্ডের সেবিকা তমালিকা হালদার বলেন, অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর তার জ্ঞান ফিরেছিল। তখন সে জানিয়েছে, স্বামী ছাদ থেকে ফেলে দিয়েছে। এর বেশি কিছু সে বলতে পারেনি।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আরাফাত হাসান শুক্রবার দুপুরে বলেন, মেয়েটি সুস্থ না হওয়া পর্যন্ত আসলে কী ঘটনা ঘটেছিল তার প্রকৃত তথ্য পাওয়া যাবে না। তবে রাতেই মেয়েটির স্বামী রাকিব হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। কিশোরীর বাবা রিপন হাওলাদার বাদী হয়ে রাকিব হোসেনকে একমাত্র আসামি করে হত্যাচেষ্টার মামলা করেছেন।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে