ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার সিএসবি মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর বি এম আশরাফ উল্যাহ তাহের, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক এইচ এম সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা.মারিয়া হাসান, র্যাব-০৮ বরিশাল প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ঈদ-উল ফিতর ও পহেলা বৈশাখে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবা ও অতিরিক্ত ভাড়া আদায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সার্বিক যানজট নিরসন, মেডিকেল টিম প্রস্তুত রাখা, ব্যাংকিং সেবা , বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থান, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন, বৈশাখী মেলা উদযাপন ও শোভাযাত্রা, পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ার ও যাত্রী সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড