কাপড়ের ও স্বর্ণের দোকান দখলের নিমিত্তে দোকানের তালা ভেঙ্গে কাপড়ের দোকান হইতে কাপড় সরাইয়া ফেলে কাপড় ও স্বর্ণের দোকানে অন্য তালা দিয়ে আটকিয়ে রাখে এবং দোকানঘর মালিকের উপর হামলার অভিযোগ। ভূক্তভোগী মমতাজ বেগম জানান, কির্ত্তীপাশা বাজারের ইউনিয়ন পরিষদের প্রবেশ মুখে আমার বড় ছেলের ক্রয়কৃত সম্পত্তিতে দোকানঘর বিদ্যমান থাকায় দীর্ঘদিন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোগ দখল করিয়া আসিতেছি। ১৮/০৮/২০২৩ তারিখ রোজ শুক্রবার, দুপুর আানুমানিক ১.৩০ মিনিটে মো: বাদল হাওলাদার (৩৭) পিতা- মো: শাহাজাহান হাওলাদার, মো: রাশেদ ( ৩৮) পিতা- মোজাম্মেল, ছুডুমালি (৩০) পিতা- ননীমালি ও অজ্ঞাত ৪/৫ জন সহ আমার ভোগ দখলকৃত সম্পত্তিতে কাপড়ের ও স্বর্ণের দোকান দখলের নিমিত্তে ছুডুমালির সহায়তায় কাপড়ের দোকানের তালা ভাঙ্গিয়া কাপড়ের দোকান হইতে মো: বাদল হাওলাদার ও মো: রাশেদ কাপড় সরাইয়া ফেলে। উক্ত ঘটনা মো: পারভেজ ফোনে জানালে আমি ঘটনাস্থলে মেহেরুল হাসান ও মো: মাসুমকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করি যে, তোরা কারা আমার দোকান ঘরের তালা ভাঙ্গিয়া ভাড়াটিয়ার কাপড় সরাইতেছো। একথা বলার পরে মো: বাদল হাওলাদারের হাতে থাকা লোহার রড দিয়ে আমার মাথা লক্ষ্য করিয়া আঘাত করলে মেহেরুল হাসান ও মো: মাসুম তা প্রতিহত করে। এরপর বাকবিতান্ডার মধ্যে মো: রাশেদ লাঠি দিয়ে আমার বাম হাতে আঘাত করে এবং ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে আমার গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ছুডুমালি স্বর্ণের দোকানের তালা কাটিয়া নতুন তালা দিয়ে আটকিয়ে রাখে এবং কাপড়ের দোকানেও তালা দিয়ে আটকিয়ে রাখে। এরমধ্যে আমার ডাক চিৎকারে লোকজন আসলে হামলাকারীরা ভবিষ্যতে খুন করিয়া জীবনের তরে শেষ করিয়া ফেলবে বলিয়া ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ঝালকাঠী সদর থানায় একটা লিখিত অভোযোগ দেয়া হয়েছে বলেও জানান মমতাজ বেগম।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, মেইন লিড, শিরোনাম, সাব-লিড