কুমিল্লা হাইওয়ে রিজিয়নে যোগদান করেছেন কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম।
মঙ্গলবার (২২ আগস্ট) অপরাহ্নে এসপি মো: খাইরুল আলম হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নে যোগদান করেন। এ সময় তিনি বলেন, দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ‘হাইওয়ে পুলিশ’।টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে সড়ক যোগাযোগ ও সুশৃঙ্খল পরিবহন ব্যাবস্থা। বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত বাংলাদেশের এই অগ্রযাত্রায় হাইওয়ে পুলিশ দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং বাণিজ্যিক উৎকর্ষ বৃদ্ধির সাথে সাথে দেশের সড়ক ও মহাসড়কগুলোতে চলমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে মহাসড়কগুলোতে প্রায়শঃ সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক দু্র্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জনতার পুলিশ আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আধুনিক হাইওয়ে পুলিশ গড়তে ও পেশাদারিত্বের সাথে জনগণের সেবায় প্রযুক্তি নির্ভর সক্ষমতা অর্জনে সক্ষম হয়েছে হাইওয়ে পুলিশ।
উল্লেখ্য পুলিশ সুপার মো: খাইরুল আলম এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র ডিসি হেডকোয়ার্টার, ডিসি ট্রাফিক ও ডিসি উত্তর হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে তিনি বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৫ জুলাই ২০২৩ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। কুষ্টিয়া জেলায় তিনি অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা বিধান সহ বিভিন্ন ভাবে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়াও তিনি করোনা কালে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও সাধারন মানুষের মাঝে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা বাস্তবায়ন করে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি অতি দ্রুত ক্লুলেস হত্যা কান্ডের রহস্য উন্মোচন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে কুষ্টিয়া জেলার সাধারণ মানুষের হৃদয়ে ভালবাসার নজির স্থাপন করেন। এ সময় হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম তার আওতাধীন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ ও শৃঙ্খলা রক্ষায় দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।