বিএমপি কোতোয়ালী থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬-০৯-২০২৩ খ্রিঃ রাত ২৩.১০ টায় কোতয়ালী মডেল থানাধীন ০৯নং ওয়ার্ডস্থ ফলপট্টি বিসমিল্লাহ আবাসিক হোটেলের পঞ্চম তলার ৫০৭ নং কক্ষে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ বাবুল (৪২) পিতা – মৃত হানিফ মৃধা মাতা- লাল বিবি, সাং – রাজাপুর, কালিশুরি, থানা- বাউফল, পটুয়াখালী ২। সজল ঘরামী (৩২) পিতা – কার্তিক চন্দ্র ঘরামি সাং- ভাসশালা, ফরিদপুর ইউপি, থানা – বাকেরগঞ্জ, জেলা- বরিশালের হেফাজত হতে ১০০০ (এক হাজার) পিচ ইয়াবা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।