সকাল ১০:০৯ ; বৃহস্পতিবার ; ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  বহাল তবিয়তে দখলকারীরা   বিএমপি কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত   বহিষ্কারের ছড়াছড়ি এসএসসির দ্বিতীয় দিনে: কারিগরিতে বেশি   পূর্ণ গতিতে এগোতে হবে আমাদের: অধ্যাপক মুহাম্মদ ইউনূস   মাদক সেবনের টাকা সংগ্রহের জন্য দুই বন্ধু মিলে অপর বন্ধুকে হত্যা করে ডোবার কচুরিপানায় লাশ গোপন   বিএমপি, গোয়েন্দা শাখার অভিযানে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার।   সমন্বয়কের দখলে উদ্ধার করা জমি   হাসনাত ও সারজিস দুদকে অভিযোগ জমা দিলেন   চায় হেফাজত-এনসিপি আ.লীগের রাজনীতি স্থগিত থাকুক বিচার হওয়া পর্যন্ত   স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছে সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের : ওয়াকার-উজ-জামান   আর কখনো দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না : এ্যাটর্নি জেনারেল   বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা   ২৭৫০ মামলা ডিএমপির গত দুইদিনে ট্রাফিক আইন লঙ্ঘন   মায়ের সহযোগীতায় নাবালিকা কন্যা ধর্ষণের শিকার   বান্ধবীর বাবা কর্তৃক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ধর্ষণের শিকার   নতুন প্রধান মহিউল ইসলাম ৯৯৯-এর   সবার আগে বলেছে বিএনপি সংস্কারের কথা : মির্জা ফখরুল   চার বছরের শিশু ধর্ষণের ১১ দিন পর মামলার ধর্ষক গ্রেফতার   চাকরিজীবীকে অপহরণ, মুক্তিপণ আদায় বৈষম্যবিরোধী পরিচয়ে বাসায় ঢুকে   দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন দোহাজারী-কক্সবাজার রেললাইন

Shongrami Bangla
৪:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে জনতার কাছে হাত তুলে অঙ্গীকার চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার   মহেশখালীর মাতারবাড়িতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিতে থাকুক, এটা আমরা চাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষ না খেয়ে থাকবে না। মানুষ যাতে কোনোভাবেই কষ্ট না পায় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি বিএনপি-জামায়াত প্রসঙ্গে বলেন, মানুষকে পুড়িয়ে মারা আর সম্পদ নষ্ট করাই তাদের কাজ। আমরা উন্নয়ন করি, সৃষ্টি করি। ওরা ভাঙ্গে, নস্যাৎ করে।
এর আগে প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত দোহাজারি-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন। এর মাধ্যমে উন্মোচিত হলো দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। মাতারবাড়ি জনসভা মঞ্চে ৩টা ৪০ মিনিটে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি ১৩টি প্রকল্প উদ্বোধন করেন। ওই উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫৩ হাজার কোটি টাকা। একই সঙ্গে তিনি প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা ক্ষমতা এসেছেন তারা কেউ এলাকায় উন্নয়ন করেনি। দাঁড়াইনি উপকূলের মানুষের পাশে। বিরোধী দলে থাকাকালীন এসব এলাকায় এসে দেখেছি এখানে লবণ চাষ ছাড়া কিছুই হতো না। সেই লবণচাষীদের পাশে দাঁড়িয়েছি। ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে মাতারবাড়িতে এসেছি। শুনেছি এসব এলাকার মানুষের সার্বিক দাবি। ক্ষমতায় আসার পর এসব এলাকার উন্নয়নে কাজ শুরু করি।
তিনি বলেন, আজ রেললাইন উদ্বোধন করলাম। এখন রেলযোগে চট্টগ্রাম, ঢাকায় যাওয়া সহজ হবে। উদ্বোধন করা প্রকল্প ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পের কথা উল্লেখ করে এলাকার স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিককে পাশে ডেকে জনতার হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই দেশের সার্বিক উন্নয়ন হয়েছে। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা গ্রহণ করেছি। বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করছি।

রেল চলাচলে যুক্ত হলো পর্যটন শহর কক্সবাজার

ওদিকে বহুল প্রতীক্ষিত দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধনের মাধ্যমে উন্মোচিত হলো দক্ষিণ পূর্বাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগের দ্বার। গতকাল দোহাজারী-কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা একটায় এই প্রকল্প উদ্বোধন করেন তিনি। এই প্রকল্প উদ্বোধনের মাধ্যমে কক্সবাজার জেলাবাসীর শতবছর ধরে লালিত স্বপ্নের বাস্তবায়ন হলো। আগামী ডিসেম্বর মাসের শুরু থেকেই এই রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল করবে।
শনিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছান। বেলা সাড়ে ১১টার তিনি পৌঁছান আইকনিক রেলস্টেশনে। সেখানে রাখাইন শিল্পীরা নাচ-গানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। এরপর পাঁচ হাজার সুধীজনের উপস্থিতিতে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রেলমন্ত্রী নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির। এরপর ভিডিও চিত্রের মাধ্যমে আইকনিক রেলস্টেশন ও দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণের বিস্তারিত তুলে ধরা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য একটা গর্বের দিন। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। কথা দিয়েছিলাম, কথা রাখলাম। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেললাইন নির্মাণ হলো। রেল সংযোগে অন্তর্ভুক্ত হলো দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার। তাতে আমিও আনন্দিত। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রেললাইন নির্মাণ করার। সেই রেললাইনের উদ্বোধন হলো আজ।’ দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী বক্তব্য দেয়া শুরু করেন। এর আগে সভাপতির বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেন, আগামী ১লা ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী ১০১ কিলোমিটার দীর্ঘ দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করে বক্তব্য শেষ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইকনিক রেলস্টেশন ও রেলপথ প্রকল্প উদ্বোধন শেষে ট্রেনে চড়ে ২২ কিলোমিটার দূরের রামু স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে রামু ১০ পদাতিক ডিভিশনে গিয়ে রেস্ট নেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর মাতারবাড়ীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। বিকালে সেখানে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন।

১৫ প্রকল্পের উদ্বোধন ও ৪ ভিত্তিপ্রস্তর স্থাপন

আইকনিক রেলস্টেশন ও দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ১৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব প্রকল্পে মোট ব্যয় হচ্ছে ৮৮ হাজার কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র, বাঁকখালী নদীর ওপর নির্মিত সেতু, সাবমেরিন ক্যাব‌লের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তকরণ, উখিয়ার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, রামু উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, চকরিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প, কুতুবদিয়া ঠাণ্ডা চৌকিদারপাড়া আরসিসি গার্ডার ব্রিজ, মহেশখালীর গোরকঘাটা-শাপলাপুরের জনতাবাজার সড়ক, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ভূমি ভরাট, বাঁধ নির্মাণ প্রকল্প, ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালীর ইউনুছখালী উচ্চবিদ্যালয়, উখিয়ার রত্না ও মরিচ্যা পালং উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন।

এ ছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চ্যানেলের টার্মিনাল, টেকনাফের মাল্টিপারপাস ডিজাস্টার রিসিলেন্ট শেল্টার কাম আইসোলেশন সেন্টার, রামুর জোয়ারিয়ানালার নন্দাখালী সড়কে আরসিসি গার্ডার ব্রিজ, জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোয় কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভবন নির্মাণ প্রকল্পের।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে