বরিশালের গড়িয়ারপাড় এলাকায় গাছচাপায় একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া আলকাস (৮০) নামের ওই বৃদ্ধা বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের কলাডেমার এলাকার খান বাড়ির বাসিন্দা।
স্বজনরা জানান, সড়ক ও জনপথের লোকজন গড়িয়ার পাড় এলাকার রেন্ট্রিতলায় সড়কের পাশে অবস্থিত গাছ ও গাছের ডালপালা কাটতে ছিলো। বুধবার বিকেলে ওই স্থান দিয়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন আলকাস নামের ওই ব্যক্তি। ঠিক তখনই তার উপরে একটি গাছ পড়ে। এতে মারাত্মক রক্তাক্ত জখম হন আলকাস। তাৎক্ষনিক আলকাস কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলকাসের স্বজনরা আরো বলেন, সরকারীভাবে গাছ কাটা হলেও কোন ধরনের প্রটেকশনের ব্যবস্থা রাখা হয়নি। তারা রাস্তা বন্ধ না করেই ঝঁুিকপূর্নভাবে গাছ কাটতে ছিলেন। এমনকি আলকাসকে হাসপাতালে নিয়ে আসার পরও গাছ কাটার সাথে জড়িত লোকজন কোন খবর নেননি।