দুপুর ১২:১৯ ; সোমবার ; ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  ১৫৩ জনকে গুমের অভিযোগ বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ার   আশাবাদী সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে   কাউকে আটক করতে পারবে না সাদা পোশাকে ডিবি   যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে   ফের বাদ ১৬৮ জন ৪৩তম বিসিএসের নতুন প্রজ্ঞাপন জারি   প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার সচিবালয়ে অগ্নিকাণ্ডের   যিশুখ্রিষ্টের জন্মদিন (শুভ বড়দিন) ২০২৪, উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।   খালাস পেলেন বাবর ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে   ট্রাইব্যুনালে অভিযোগ শেখ হাসিনা ও মঈন ইউ আহমেদের বিরুদ্ধে   যেকোনো সময় অভিযান ব্যাংকের ভেতরে ১২ ডাকাত   দুর্নীতি অনুসন্ধানে রুল হাসিনা পরিবারের ৫ বিলিয়ন ডলার লোপাট   ভারত থেকে আনা ও বিচার বিষয়ে যা বললেন টবি ক্যাডম্যান শেখ হাসিনাকে   বাবা-ছেলে আটক ইয়াবা ও গাঁজাসহ পিরোজপুরে   টিপু ৩ দিনের রিমান্ডে   তারেক রহমানের সাজা স্থগিত অর্থপাচার মামলায়:আপিল বিভাগ   আর জাতীয় স্লোগান নয় জয় বাংলা   ৮৬ জনের নামে মামলা ভোলায় তোফায়েল আহমদসহ   ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে   হাত বাড়ালেই মিলছে মাদক বিপথে যুব সমাজ দৌলতখানে   চিন্ময় সমর্থকদের হামলায় আইনজীবী নিহত চট্টগ্রামে

নির্বাচনী ক্যাম্প,ঢাকা-১৬ আসনে চলাচলের পথ আটকে

Shongrami Bangla
৯:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

ফুটপাত ও সড়কের জায়গায় মানুষের চলাচলের পথ সংকুচিত করে ঢাকা–১৬ সংসদীয় আসনে নৌকার প্রার্থীর পক্ষে শুধু একটি ওয়ার্ডেই ১২টি নির্বাচনী ক্যাম্প (কার্যালয়) করা হয়েছে। অথচ জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় কোনো ওয়ার্ডে একজন প্রার্থী কোনোভাবেই একটির বেশি নির্বাচনী কার্যালয় (ক্যাম্প) করতে পারেন না। একইভাবে বিধিতে বলা আছে, কোনো সড়কে কিংবা জনগণের ব্যবহারের জন্য নির্ধারিত স্থানে কোনো প্রার্থী নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন না।

এক ওয়ার্ডেই নৌকার ১২টি ক্যাম্প

ঢাকা–১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের চারটি ওয়ার্ড নিয়ে গঠিত। ওয়ার্ডগুলো হচ্ছে ২, ৩, ৫ ও ৬। এই আসনে ভোটার সংখ্যা প্রায় চার লাখ। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই আসনের এই তিনটি ওয়ার্ডের (২, ৫ ও ৬)  বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রথম আলোর একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী। এই তিন ওয়ার্ডেই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে বিধি ভঙ্গ করে মোট ১৯টি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে।

ঢাকা–১৬ আসনের আওতাধীন উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডেই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ১২টি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। এর মধ্যে ১১টিই সড়ক ও ফুটপাতের জায়গা দখল করে করা। এই ওয়ার্ডের আওতাধীন মিরপুর ৬ নম্বর সেকশনের বি ও সি ব্লকের মাঝখানের সড়কে মাত্র ৩০০ মিটারের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাপড় ও বাঁশ দিয়ে তিনটি নির্বাচনী ক্যাম্প করা হয়েছে। এর সব কটিই ক্যাম্প সড়ক ও ফুটপাতের জায়গায়। একটি ক্যাম্পে কথা হয় নৌকার প্রার্থীর কর্মী মো. মিন্টুর সঙ্গে। তিনি বলেন, এখন তিনটি থাকলেও পরে দুটি ক্যাম্প সরিয়ে নেওয়া হবে।

একই ওয়ার্ডের মিল্ক ভিটার সড়কে নৌকার প্রার্থীর পক্ষে আরও তিনটি ক্যাম্প করা হয়েছে। এর মধ্যে দুটি সড়ক ও ফুটপাতের জায়গায়। বাঁশ ও কাপড় দিয়ে তৈরি এসব ক্যাম্পে চেয়ার ও টেবিল বিছিয়ে রাখা হয়েছে।

মিরপুর ৭ নম্বর সেকশনের আরামবাগ আবাসিক এলাকার প্রধান সড়কের দুই পাশে চারটি ক্যাম্প করা হয়েছে। একই সেকশনের ৪ নম্বর সড়কে আরও দুটি ক্যাম্প রয়েছে। গতকাল দুপুরে সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে এই ছয় ক্যাম্পও একে একে ঘুরে দেখেন এই প্রতিবেদক। তখন এসব ক্যাম্পের কোনোটিতেই নেতা–কর্মী কারও দেখা পাওয়া যায়নি। এই ১২ নির্বাচনী ক্যাম্পের বাইরে ঢাকা উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে সড়ক ও ফুটপাতের জায়গায় নৌকার প্রার্থীর পক্ষে ৪টি ক্যাম্প দেখা যায়। এর মধ্যে মিরপুর ১২ নম্বর সেকশনের এ ব্লকে দুটি, ত ব্লকে একটি ও বি ব্লকে আরেকটি ক্যাম্প রয়েছে। এ ব্লকের একটি নির্বাচনী ক্যাম্পের ব্যানারের নিচে লেখা, ‘সৌজন্যে: ইসমাইল হোসেন বেনু। সাবেক কমিশনার (১৯৮৮–২০১১), ২ নং ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোরেশন।’

এ ছাড়া ঢাকা উত্তর সিটির ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে নৌকার প্রার্থীর পক্ষে আরও তিনটি নির্বাচনী ক্যাম্প দেখা গেছে। সড়ক ও ফুটপাতের জায়গায় নির্বাচনী ক্যাম্প করার বিষয়ে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌র বক্তব্য জানার চেষ্টা করেছে প্রথম আলো। গতকাল রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে তাঁর নির্বাচনী সমন্বয়ক (গণমাধ্যম) মানিক হোসেনের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তিনি বলেন, ‘চারটি ওয়ার্ডের জন্য চারটি নির্বাচনী ক্যাম্পের একটি তালিকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। এর বাইরে আমাদের কোনো ক্যাম্প নেই। অতি উৎসাহী হয়ে কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় নৌকার পক্ষে ক্যাম্প করেছেন, যার দায়দায়িত্ব আমরা নেব না।

সকাল থেকেই মাইকিং

ঢাকা-১৬ আসনে সড়ক ও ফুটপাতের জায়গায় ক্যাম্প করেই যে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে, বিষয়টি এমন নয়। এই আসনে সকাল সাড়ে ১০টার পর থেকে নৌকার প্রার্থীর পক্ষে মাইকিং করে ভোট চাওয়া হচ্ছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মাইকিং করা হচ্ছিল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেট এলাকা লাঙ্গল প্রতীকের পক্ষে রিকশায় করে প্রচারকর্মীরা মাইকিং করছিলেন। যদিও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, বেলা ২টার আগে এবং রাত ৮টার পরে মাইকিং করার সুযোগ নেই।

এই আসনে ইলিয়াস উদ্দিন মোল্লাহ্‌ ছাড়া অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির মো. আমানত হোসেন (লাঙ্গল), বিএনএফের মো. সজীব কায়সার (টেলিভিশন), জাকের পার্টির আমিনুল ইসলাম (গোলাপ ফুল), এনপিপির তারিকুল ইসলাম (আম) ও বিএসপির মো. তৌহিদুল ইসলাম (একতারা)। নৌকার বাইরে এলাকায় লাঙ্গলের কিছু পোস্টার, ব্যানার ও নির্বাচনী ক্যাম্প রয়েছে। অন্যদের প্রচার নামেমাত্র।

আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চাইলে ঢাকা–১৬ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান মাঠে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে ঢাকা–১৬ আসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, সরেজমিন পরিদর্শন করে তাঁরা প্রার্থীর পক্ষের লোকদের ফুটপাত ও সড়ক থেকে নির্বাচনী ক্যাম্প সরিয়ে নিতে বলেছেন। এসব ক্যাম্প সরানো হয়েছে কি না, তা রোববার (আজ) আবার সরেজমিনে গিয়ে দেখবেন।

 

 

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে