মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরনে জামাল সরদার নামের এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ৮ মার্চ রাত ৯টার দিকে জামাল সরদার হাতবোমা বানানোর সময় আহত হন বলে জানান স্থানীয়রা। জামাল সরদার উপজেলার বাটামারা ইউনিয়নের পশ্চিম টুমচর গ্রামের মো. জলিল সরদারের ছেলে এবং বাটামারার হাজী গ্রুপের লোক।
স্থানীয়রা জানান, গত ৩ জানুয়ারি টুমচর গ্রামের রুবেল শাহ হত্যার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রায় প্রতিরাতেই হাজী ও আকন গ্রুপের লোকেরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। গত ৮ মার্চ রাতে জামাল সরদার ডাক্তার বাড়ি ব্রিজ এলাকায় হাতবোমা তৈরি করছিলেন। ওই সময় বিস্ফোরণে তার দুই হাত পা এবং মুখম-ল ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করে। কিন্তু জামাল সরদারের স্বজনেরা এবং হাজী গ্রুপের লোকজন বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে আকন পক্ষের বিরুদ্ধে হামলা ও বিষ্ফোরণের অভিযোগ করছে। ওই ঘটনাকে পুজি করে হাজী গ্রুপ জামাল সরদারের স্ত্রীকে দিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, জামাল সরদারের বিরুদ্ধে এলাকায় চুরি ও হাতবোমা বিস্ফোরনের অভিযোগ রয়েছে। তিনি হাতবোমা বিস্ফোরণ করতে গিয়ে আহত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।