সকাল ৬:০০ ; সোমবার ; ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

সুচিকিৎসার দাবীতে শোকাবহ পরিবেশ শহীদ পরিবারের কান্না আর আহতদের

Shongrami Bangla
৮:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪

শহীদ পরিবারের কান্না আর আহতদের সুচিকিৎসার দাবীতে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছিল বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে। একদিকে চোখে জল নিয়ে মুলাদির শহীদ জাহিদ এর বাবা মোশাররফ হোসেন দীর্ঘ সময় ঝুঁলিয়ে রেখে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের প্রধান নেতাদের ফাঁসির দাবী করেন। অন্যদিকে শহীদ ইমরান হোসেন এর মা সেলিনা বেগম এবং শহীদ ইলিয়াসের বড় ভাই তুলে ধরেন গৌরনদীতে তাদের উপর আওয়ামী লীগের নির্যাতনের চিত্র। চেতনা দীপ্ত বক্তব্য নিয়ে শতাধিক আহত ও শহীদ পরিবারের মাঝে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য স্পষ্ট করেন বিএম কলেজের শিক্ষার্থী হুজাইফা রহমান। আহত সাব্বির এবং রনি তুলে ধরেন সুচিকিৎসার নিশ্চিত করা, সরকারি চাকরি, স্মৃতি স্থাপনাসহ পাঁচ দফা দাবী।
৭ ডিসেম্বর শনিবার বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত জনতা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রশাসনের সকলের চোখে জল স্পষ্ট হয়ে ওঠে। দর্শক সারিতে তখন দলমত নির্বিশেষে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি পরিষ্কার বুঝিয়ে দেয় জাতীয় যেকোনো সংকটে ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের বক্তব্যেও ছিলো তারই প্রতিফলন।বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের উপস্থিতিতে স্মরণসভায় একে একে বক্তব্য রাখেন বরিশাল জেলার ৩০ জন শহীদ পরিবারের সদস্য সহ ২৬২ জন আহতদের উল্লেখযোগ্য কয়েকজন সমন্বয়ক ও শিক্ষার্থী। তবে বেশিরভাগ শিক্ষার্থী বরিশালের বিএম কলেজ থেকে আগত। বেলা ১১ টা থেকে শুরু হয়ে দুপুর ৩ টা পর্যন্ত চলেছে এই আলোচনা। স্মরণসভা মঞ্চের প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এবং এই আয়োজনের সভাপতি জেলা প্রশাসক দেলোয়ার হোসেন ছাড়াও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার এবং ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার এবং মহানগর সেক্রেটারি মতিউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন। মঞ্চে বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান আহত ও নিহতদের পরিসংখ্যান তুলে ধরেন। শহীদ পরিবারের সদস্য এবং আহত ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম শাহেদ, সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
এরপর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে ছাত্র-জনতার দাবীর প্রতি সমর্থন এবং জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্পষ্ট হয়ে ওঠে। তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সবশেষে প্রধান অতিথি রায়হান কাওছার বলেন, আহতদের তালিকা চূড়ান্ত করতে আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। যে কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ২৬২ জন চূড়ান্ত হয়েছে। আরো কিছু যাচাই-বাছাই চলছে।
এজন্য বেশকিছু অসঙ্গতি তুলে ধরে রায়হান কাওছার রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সতর্ক করে বলেন, আপনারা কেউ আমার কাছে অনৈতিক কোনো সুপারিশ করবেন না। বিশেষ করে সেই সুপারিশ যদি হয় ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের পুনর্বাসন। তিনি খুবই কঠিনভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার সুপারিশ এবং শিক্ষার্থীরা কেউ যেন নিজ হাতে আইন তুলে না নেয় সেই আহ্বান জানান। জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক। তিনি শিক্ষার্থীদের দাবির সাথে সহমত পোষণ করে তাদের এ বিষয়ে যৌক্তিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলাওল হাসান,
মেজর হাসান হাফিজুর রহমান, ছাত্র সমন্বয়ক শহীদুল ইসলাম শাহেদ প্রমূখ। স্মরণসভা শেষে দোয়া-মোনাজাত এবং শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সম্মাননা হিসাবে নগদ টাকা তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, লাইভ ভিডিও, শিক্ষা, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে