অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে তিন জনকে গুলি করে হত্যা:-
ঝিনাইদহে নিসিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ চরমপন্থী সামরিক কমান্ডার হানিফ আলী ও তার শ্যালকসহ তিন জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। রাত আনুমানিক আট ঘটিকার দিকে গুলির শব্দ শোনা যায়। এসময় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকজন যে যার মতো ঘরে উঠে। বেশ কিছুক্ষণ ধরে চলে এই গোলাগুলি। গোলাগুলি থামার পর স্থানীয় লোকজন কাছে গিয়ে দেখতে পাই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে দুই জন ক্যানালের উপর ও অপর জন ক্যানালের মাঝখানে। তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ খবর পেয়ে শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শশ্মান ঘাটের একটি ক্যানালে পাশে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তিন জনের মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে এরা হলেন হরিনাকুন্ডু উপজেলার আহাদ নগর গ্রামের হানিফ আলী ও তার শ্যালক রামচন্দ্রপুরের বাসিন্দা লিটন। এদের মধ্যে হানিফ আলী ছিলেন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। হানিফের নামে থানায় অসংখ্য মামলা রয়েছে। শৈলকুপা থানার ওসি মোঃ মাসুম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।