অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চিফ
ঝিনাইদহ চার বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। হরিনা কুন্ডু উপজেলার পলতাডাঙ্গা গ্রামে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। ঘটনার ১১ দিন পর ভিকটিমের মা হরিনা কুন্ডু থানায় এসে একটি মামলা দায়ের করেন। ধর্ষক কিশোর ইমরান ১৬ কে গ্রেফতার করেছে পুলিশ। হরিনা কুন্ডু থানার ওসি জানান, গত ২৭ শে ফেব্রুয়ারি পলতাডাঙ্গা গ্রামের রেজাউল খন্দকারের ছেলে রাজমিস্ত্রীর লেবার ইমরান হোসেন চার বছরের শিশু কন্যাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিমের পরিবার লোক লজ্জার ভয়ে বিষয়টি আড়াল করে রাখে এবং নিজেদের মধ্যে মিমাংসার চেষ্টা করে। দুই দিন আগে শিশুটি হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি সবার সামনে চলে আসলে এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় ভিকটিমের পরিবার ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
মামলার পর পরই জেলা ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা অভিযান চালিয়ে ধর্ষক ইমরানকে চুয়াডাঙ্গা শরৎগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে নিজ এলাকায় ও ঝিনাইদহ জেলার সুশীল সমাজের মানুষের মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড