জেলা পরিষদ সাবেক সদস্য, সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় ও চৌয়ারী পাড়া হাসিনা মোর্শেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ সলিয়াবাকপুর ইউনিয়নের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার সময় সম্মুখযুদ্ধে শহীদ কাজী মতিয়ার রহমনের পিতা কাজী মোশারফ হোসেনের আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ শুক্রবার বানারীপাড়ার সলিয়াবাকপুর জামে ক্বেরামতিয়া মসজিদে পরিবারের পক্ষ থেকে বাদ জুম্মা দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুম কাজী মোশারফ হোসেন এ নাতী কাজী এনায়েত করিম ইনু অনুরোধ করছেন।
প্রসঙ্গত উল্লেখ্য কাজী মোশারফ হোসেন সম্পর্কে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজের নানা।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, ধর্ম ও জীবন, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, লাইভ ভিডিও, শিরোনাম, সম্পাদকীয়, সাব-লিড