নগরীর বিসিক এলাকায় ফরচুন সু কোম্পানির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে প্রবেশ করে। এতে পাচঁজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে। এরপরপরই স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে সড়ক অবরোধ করে। স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক টেক্সটাইল মোড়ে ফরচুন কোম্পানির একটি বাস হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে থাকা শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, স্থানীয় শিশিরের ছেলে অর্ক (১০) সোহাগের ছেলে রবিউল (১০) করিমের ছেলে টিপু (৩০) নজরুলের ছেলে রিয়াদ (২২) ও আরিফ। এদিকে এ ঘটনাকে কেন্দ্রে করে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, চালককে গ্রেপ্তার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে আহত ব্যক্তির স্বজনরা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবীতে আন্দোলন করেন।
গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, বিনোদন, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড