বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে আফজাল হোসেনকে শ্রেষ্ঠ ওসির সনদ ও ক্রেস্ট প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ আক্তারুজ্জামান। বাংলাদেশ পুলিশ হেড কোয়াটারের নির্দেশনায় সারা বাংলাদেশ পুলিশ অফিসারদের অভিন্ন মানদন্ডে মূল্যানের কর্মসূচির অংশ হিসেবে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন আফজাল হোসেন।
বরিশাল ডিআইজি ও জেলা পুলিশ সপার কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশ হেড কোয়াটারের নির্দেশনায় সারা বাংলাদেশ পুলিশ অফিসারদের অভিন্ন মানদন্ডে মূল্যানের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। ওই মানদন্ডে ভিত্তিতে সারা দেশে অভিন্ন মানদন্ডে মূল্যায়নে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে। বরিশাল রেঞ্জ পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে আফজাল হোসেনকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এর আগে ২০১৯ সালে ওসি আফজাল হোসেন গৌরনদী থানার ওসি থাকা অবস্থায় এবং ২০২০ সালে আগৈলঝাড়া থানার ওসি থাকা অবস্থায় দুইবার বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অতিদ্রুত মামলা তদন্ত শেষ করা ও মামলা নিষ্পত্তি করায় মূল্যায়নে বরিশাল জেলা ও রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
সম্প্রতি সময়ে মাদক ও সন্ত্রাস দমণ এবং আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ অবদান রাখায় বরিশালের গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনকে ‘শেরে বাংলা স্মৃতি সম্মাননা ২০২১’ প্রদান করেছে বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা কেন্দ্রে। জেলা পুলিশ সুপারের নির্দেশে ও থানার পুলিশ অফিসার এবং ফোর্সদের নিয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সেবা প্রদান করে আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ, ভোলা, মেইন লিড, শিরোনাম, সাব-লিড