ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, আমরা তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি। এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান (রিমোটলি) থেকে পরিচালিত হবে। এই কনস্যুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে।
এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূতসহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এমন এক সময় তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধের ঘোষণা এলো, যখন ইরান ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিরতা মোকাবিলা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন।
এর আগে, ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে ওয়াশিংটনের ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে বলে তেহরান সতর্ক করেছে। এ প্রেক্ষাপটে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে তাদের কিছু কর্মী প্রত্যাহার করে নেয়।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড






