রাত ৪:৩৪ ; সোমবার ; ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

তদন্ত প্রতিবেদন টিউলিপের বিরুদ্ধে

Shongrami Bangla
৬:২৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চলমান একটি তদন্তের প্রতিবেদন ‘শিগগিরই’ সামনে আসবে বলে আশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা টিউলিপের ওপর পদত্যাগের ক্রমবর্ধমান চাপের মধ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র ডেভ প্যারেস।

গত কয়েক সপ্তাহ ধরে টিউলিপ সিদ্দিকের দুর্নীতি ও অনিয়ম নিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগের মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেয়ার বিষয়টি রয়েছে।

এছাড়া বাংলাদেশের ৯টি মেগা প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও তথ্য চেয়েছে।

যদিও টিউলিপ ফ্ল্যাট নিয়ে তথ্য লুকানোর বিষয়টি অস্বীকার করেছেন। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে চলতি মাসের শুরুর দিকে তিনি এসব বিষয়ে সরকারি তদন্তের আহ্বান জানান। তদন্তকারী সংস্থা মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসকে একটি চিঠিও লেখেন তিনি।

চিঠিতে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে তিনি বলেন যে, ‘স্পষ্ট করে বলছি যে আমি ভুল কিছু করিনি।’ এরপর প্রধানমন্ত্রী স্টারমার বলেন যে, টিউলিপের ওপর তার আস্থা আছে এবং নিজের ব্যাপারে তদন্ত চেয়ে টিউলিপ সঠিক কাজটি করেছেন।

এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের উপদেষ্টা লরি ম্যাগনাস। মঙ্গলবার প্রধানমন্ত্রী স্টারমারের মুখপাত্র জানান, শিগগিরই এই তদন্তের প্রতিবেদন সামনে আসবে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লরি ম্যাগনাস এ নিয়ে খুব দ্রুততার সাথে কাজ করছেন। আপনারা খুব শিগগিরই হালনাগাদ তথ্য পাবেন।’ এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে তিনি আরও বলেন, ‘যখন আমরা এ ব্যাপারে আপডেট তথ্য পাব, তখন আমরা জানাতে পারব।’

এদিকে টিউলিপের দুর্নীতি ও অনিয়ম নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। সবশেষ তার বিরুদ্ধে আইসিসি ও বিশ্বকাপের ইভেন্টেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ সোমবার জানায়, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় ৫ জুন বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে কোনো টিকিট ছাড়াই হসপিটালিটি বক্সে বসে খেলা দেখেছেন টিউলিপ। সঙ্গে ছিলেন ভাই-বোন ও আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

এসব অভিযোগের মুখে টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি। তারা বলেছে, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়া উচিত।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
আন্তর্জাতিক, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, লাইভ ভিডিও, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে