ফারুক আহমেদ, সিরাজগঞ্জ
সমাজকে মাদকসহ সকল অপরাধমুক্ত রাখতে সিরাজগঞ্জ সলঙ্গা আমশড়া জোরপুকুর বাজার সংলগ্ন মাঠে রাহিদ মান্নান লেলিন ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত শনিবার (১৮ জানুয়ারী ) বিকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ড আমশড়া জোরপুকুর বাজারে ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে রাহিদ মান্নান লেলিন ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী প্রথম ম্যাচে নূরুল ইসলাম খোকন ভাই ভাই পোল্ট্রিফিড লিমিটেড বনাম চরদোগাচী ক্লাব অংশগ্রহণ করে। এতে নূরুল ইসলাম খোকন ভাই ভাই পোল্ট্রিফিড লিমিটেড জয়লাভ করে। ৩নং ধুবিল ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে মাধাইনগর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জামাল উদ্দিনের সঞ্চাচালনায় জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলার সদস্য মন্ডলীে মেহেদী আফজাল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা অনার্স কলেজর সভাপতি ৩নং ধুবিল ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান হাসান ইমাম সহন তালুকদার, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, জেলা যুবদলের সভাপতি রাশিদুল হাসান পাপন, ইউনিয়ন সহসভাপতি স,ম আনোয়ার হোসেন, সিনিয়র যগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, বর্তমানে তরুণ যুবসমাজের সকল প্রকার অপরাধমুক্ত রাখার লক্ষ্যে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ভলিবল খেলার আয়োজন করছি। তিনি আরো বলেন, আগামীতে আপনাদের রায় নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যদি সরকার গঠন করে তাহলে এই ধারণের খেলাসহ দেশে বিভিন্ন খেলাধুলার ব্যাপক উন্নয়নের মাধ্যমে ও সমাজ থেকে কিশোর যুবকদের বিভিন্ন অপরাধমুক্ত রাখতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার ব্যবস্থা রাখবেন ইনশাল্লাহ।
খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড