অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছাড়পত্র (অবমুক্তি) পেয়েছেন অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন। তার বদলীকৃত কর্মস্থল বাংলাদেশ পর্যটন বোর্ডে যোগদানের জন্য তাকে অবমুক্ত করা হয়।
জানা যায়, দীর্ঘদিন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্মরত ওই কর্মকর্তাকে ১১ই মার্চ ২০২৫ তারিখের সর্বপ্রথম বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান পদে বদলি করা হয়। কিন্তু পূর্বের বিভিন্ন কর্মস্থলে নানা ঘটনার কারণে বদলিকৃত কর্মস্থলে তার যোগদান সম্ভব হয়নি। পরবর্তীতে তাকে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়। কিন্তু সেখানেও তিনি যোগদান করতে পারেননি। সর্বশেষ ২৭শে আগস্ট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি হয় তার। এবার অবশ্য তিনি যেতে পারছেন, মঙ্গলবার ছিলো তার শেষ কর্মদিবস। উল্লেখ্য, মিজ ইয়াসমিন (৫৮২৫) প্রশাসন ক্যাডারের অত্যন্ত দাপুটে কমর্কর্তা হিসেবে সচিবালয়ে পরিচিত।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড