ভোর ৫:০১ ; সোমবার ; ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×
সর্বশেষ সংবাদ
  অহেতুক হয়রানি করার অভিযোগ ওসি সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে   সিরাজগঞ্জের সলঙ্গায় লাবনী হত্যার রহস্য উদ্ঘাটন   বরিশালের এয়াপোর্ট থানায় সফল পুলিশ অভিযান লুণ্ঠিত হওয়া ‘ Hero Glamour’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ০১   অপেক্ষা হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের   ধানমন্ডি ৩২ নম্বরে তুলকালাম   নতুন পোশাক পুলিশের গায়ে   সাবেক এমপি ফরহাদের বিরুদ্ধে মামলা আইনজীবীদের নিয়ে কটূক্তি   ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার ৪১ ডেপুটি   ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত   বরিশালে সিটি কর্পোরেশনের নিয়ম অমান্য করে বহুতল ভবন নির্মাণ এলাকাবাসীর তীব্র ক্ষোভ   স্কুলছাত্রী ধর্ষিতা প্রাইভেট শিক্ষিকার সহযোগিতায় ছেলে কর্তৃক   মজিবর রহমান সরোয়ারের মতবিনিময় আইনজীবীদের সাথে   সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার   ইসি নিজ উদ্যোগে প্রতীক দেবে এনসিপি শাপলার বিকল্প না নিলে   এক ক্লিকে পৌঁছাবে জেলখানায় অনলাইনে জামিননামা গ্রহণ শুরু বুধবার   নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ/২০২৫ খ্রি. এর শুভ উদ্বোধন।   অভিযোগ অস্বীকার করলো ভারত খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার   ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি আরব আমিরাত বাংলাদেশের ওপর : রাষ্ট্রদূত   আলী হুসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার ঢাবি শিক্ষার্থী   বাধা নেই ডাকসু নির্বাচনে

পিতা-পুত্র গ্রেফতার আগৈলঝাড়ায় প্রতারণা মামলায়

Shongrami Bangla
৮:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

বরিশালের আগৈলঝাড়ায় বিদেশ নেওয়ার নামে প্রতারণা করে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে ।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রত্মপুর ইউনিয়নের বেলুহার গ্রামের চুন্নু শরীফের ছেলে রুবেল শরীফকে কিছুদিন পূর্বে সৌদিআরব নেয় ইমরান ভুইয়া।

এর সূত্রে ধরে ইমরান ভুইয়া, রুবেলের আপর দুই ভাই রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডা নেওয়ার জন্য তাদের সাথে সক্ষ্যতা গড়ে তোলে। এর পরে রাসেল শরীফ ও রাজিব শরীফকে কানাডায় নেওয়ার প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ইমরান ভুইয়া ও তার পিতা নুরু ভুইয়াসহ তাদের পরিবারের লোকজন বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে বিভিন্ন সময় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয়।

পিতা ও পুত্রের প্রতারণার ফাঁদে পরে রাসেল শরীফ ও সহদর রাজিব শরীফ কানাডা যাওয়ার জন্য সহায়-সম্বল বিক্রি করে বর্তমানে নিঃস্ব হয়ে পরে। প্রতারকচক্র টাকা হাতিয়ে নিতে ভুয়া ভিসা, কোম্পানীর চুক্তিপত্রসহ বিভিন্ন কাগজপত্র তাদের প্রদান করে। কানাডা নেওয়ার জন্য রাসেল শরীফ ও রাজিব শরীফের পরিবার চাপ প্রয়োগ করলে ইমরান ভুইয়া ও পিতা নুরু ভুইয়া তালবাহনা শুরু করে কানাডা না নিয়ে তারা দীর্ঘদিন ধরে কালক্ষেপন করে আসছিল।

দীর্ঘদিন অপেক্ষার পর রাসেল শরীফের পরিবার এলাকার লোকজনকে বিষয়টি জানান। এলাকার লোকজন প্রতারক নুরু ভুইয়ার বাড়িতে গেলে তাদের সাথে রুঢ় আচরন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কানাডায় যাওয়ার আসায় নিঃস্ব হওয়া রাসেল শরীফ ও রাজিব শরীফের পরিবার প্রতারক নুরু ভুইয়া ও ছেলে ইমরান ভুইয়ার কাছে টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানায়।

এঘটনায় রাসেল শরীফ বাদী হয়ে চলতি বছরের ১৭ জুলাই আগৈলঝাড়া থানায় দালাল নুরু ভুইয়া ও তার ছেলে ইমরান ভুইয়াসহ ৬ জনকে আসামি করে প্রতারণার মামলা দায়ের করেন, যার নম্বর ৬।

ওই মামলার আসামি দালাল প্রতারক পিতা নুরু ভুইয়া ও ছেলে মো.নবীন ভুইয়াকে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সোমবার রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে মামলার বাদী রাসেল শরীফ জানান, কানাডা নেওয়ার কথা বলে ইমরান ও তার পিতা নুরু ভুইয়া বিভিন্ন ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়ে তালবাহনা করে। এবিষয়ে আগৈলঝাড়া থানায় আমি প্রতারণার মামলা দায়ের করেছি।

অভিযুক্ত নুরু ভুইয়া গ্রেফতারের পরে তার বাড়ির লোকজন আত্মগোপনে থাকায় তাদের পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, বিদেশ নেওয়ার কথা বলে বাদীর পরিবারের কাছ থেকে টাকা নিয়েছে আসামিরা। তাদের বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়েরের পরে দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগে শেয়ার করুন
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড

[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক

জে এইচ সুমন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিথিলা ভবন ১১৫৬, সিএন্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা

( বিআইটিসি ভবন লেভেল-৫ ) বরিশাল।

মোবাইলঃ +8802478864075 , 01787579767, 01312579767

ই-মেইল: shongramibangla@gmail.com
উপরে