বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পিরোজপুরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাখুনিয়ারী কেন্দ্রীয় জামে মসজিদ ও হারান উল্লাহ ফকির (রহ.) ট্রাস্টের আয়োজনে স্থানীয় খানাখুনিয়ারী প্রাইমারি স্কুল মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম মন্ডল।
বসুন্ধরা আই হসপিটালের চিকিৎসক ডা. মজুমদার গোলাম রাব্বীর নেতৃত্বে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ দল দিনব্যাপী চোখের পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেন।
ক্যাম্প অর্গানাইজার আবু তৈয়ব বলেন, ‘সারাদিনে প্রায় তিন শতাধিক রোগীকে দেখেছি। তাদের মধ্যে ৫০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়েছে। পরবর্তীতে তাদের ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন, থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’
ডা. মজুমদার গোলাম রাব্বী জানান, অধিকাংশ রোগীর চোখে ছানি, মাংস বৃদ্ধি, নেত্রনালীর সমস্যা ও কম দেখার অভিযোগ পাওয়া গেছে। যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে।
চিকিৎসা নিতে আসা ৮০ বছর বয়সী মোতাল্লেব আকন বলেন, কয়েকদিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম। ঢাকায় বা গোপালগঞ্জে যাওয়ার কথা ভাবছিলাম। পরে শুনলাম ঢাকার ডাক্তাররা এখানে আসছেন। খুব ভালোভাবে পরীক্ষা করে দুই ধরনের ড্রপ দিয়েছেন। পরে তারা আমাকে ঢাকায় নিয়ে অপারেশন করাবেন।
ফ্রিতে চিকিৎসা পাওয়া শিরিন বেগম জানান, ‘মাইকিং শুনে এসেছি। চোখ পরীক্ষা করে ওষুধ দিয়েছেন।
উপসচিব সাইফুল ইসলাম মন্ডল বলেন, ‘এ ধরনের প্রত্যন্ত এলাকায় বসুন্ধরা গ্রুপ মানসম্মত চিকিৎসা সেবা দিচ্ছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অন্য প্রতিষ্ঠানগুলোও যদি এগিয়ে আসে, তাহলে মানুষের কষ্ট আরও কমবে।
গণমাধ্যম, দেশজুড়ে, পিরোজপুর, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড, স্বাস্থ্য






