সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।গতকাল সোমবার সলঙ্গা আবুল হোসেন সুপার কমপ্লেক্স এর ২য় তলায় সংগঠনের সকল সাংবাদিকদের নিয়ে সাধারন সভা শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি উপস্থিত সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মো: সাহেদ আলী (দৈনিক তৃতীয় মাত্রা/MK টিভি) সভাপতি ও রফিকুল ইসলাম মন্টু (দৈনিক জনতা/শ্যামল বাংলা) সাধারন সম্পাদক এবং কে.এম আল আমিন (দৈনিক বাংলাদেশ সমাচার/ চলনবিলের আলো) কে সাংগঠনিক সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন,লিখন আহমেদ (দৈনিক জনকন্ঠ),ফারুক আহমেদ (দৈনিক সংগ্রাম সলঙ্গা থানা,দৈনিক অর্থদৃষ্টি রায়গঞ্জ উপজেলা, জোনাকি টিভি, ৯বাংলা, সময়ের টিভি ও মানবাধিকার টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি/ নাইন টিভি),আনিছুর রহমান (সিরাজগঞ্জ প্রতিদিন),হোসেন আলী (দৈনিক ভোরের দর্পণ/কলম সৈনিক),মাসুম বিল্লাহ (দৈনিক জবাবদিহি),সোহেল রানা (গ্রামীন খবর),জি.এম স্বপ্না (দৈনিক রূপালী বাংলাদেশ/যমুনা প্রবাহ)সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।আগামী ২ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।
গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সাব-লিড






