মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম (২২), কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল (৪০), জুড়ী উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক খোকন দে (৩৩), কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো: রুবেল আহমদ (২১) ও একই উপজেলার রাউৎগাঁও এলাকার আওয়ামী লীগ কর্মী নানু মিয়া নান্নু (৩৩), বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার শ্রমিকলীগের কর্মী ফয়ছল আহমদ (৩৯), রাজনগর উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগের কর্মী মুক্তার মিয়া (৩০)।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ডেভিল হান্ট ফেজ টু অভিযান অব্যাহত রয়েছে।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, মেইন লিড, রাজনীতি, শিরোনাম, সাব-লিড






