নিজস্ব প্রতিবেদক: মোঃ মেহেদী হাসান
মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ ঝাটকা আহরণ ও পরিবহন রোধে কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন মোবাইল কোর্ট পার্টির ইনচার্জ এসআই আখতারুজ্জামান। অভিযানে অংশ নেন এএসআই আঃ ছালামসহ সংগীয় ফোর্স। অভিযানকালে কুয়াকাটা থেকে ইউনিক পরিবহনের মাধ্যমে অবৈধভাবে পরিবহন করা ঝাটকা মাছ উদ্ধার করা হয়।
এই অভিযানে বরিশাল এয়ারপোর্ট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানান, এটি বরিশাল এয়ারপোর্ট থানার ধারাবাহিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ সফলতা।
অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসি, ওসি, মৎস্য কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা। উদ্ধারকৃত ঝাটকা মাছ তাৎক্ষণিকভাবে জব্দ করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কর্তৃপক্ষ জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ঝাটকা মাছ আহরণ ও পরিবহন একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
একই সঙ্গে পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে দেশের মৎস্য সম্পদ রক্ষায় সকলের সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন কর্মকর্তারা।
আইন-আদালত, গণমাধ্যম, দেশজুড়ে, বরিশাল বিভাগ, মেইন লিড, শিরোনাম, সাব-লিড






