ভোলায় অপারেশন ডেভিল হান্টে কোস্টগার্ডের অভিযানে ১৪ জনকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে সদরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, দেশব্যাপী অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ভোলাতেও অপারেশন পরিচালনা করে কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ১৩ ইউনিয়নে চিরুনি অভিযানে নামে কোস্টগার্ড।
এ সময় নাশকতায় আশঙ্কায় ১৪ জনকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।
আইন-আদালত, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, শিরোনাম, সাব-লিড