দুর্বার রাজশাহীর মালিকের ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে তালবাহানা, নানাদিকে ফিক্সিংয়ের গুঞ্জন! সবমিলিয়ে এবারের বিপিএলে নানা কান্ডে জর্জরিত। এতে দায় স্বীকার করার সঙ্গে আগের বোর্ডকেও দুষলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
আজ বিপিএল দেখতে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে বিপিএলে চলমান বিতর্কগুলো নিয়ে বিসিবির সঙ্গে সভা করেন তিনি। এরপর তিনিসহ ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে আসেন।
সেখানে বিপিএল কেলেঙ্কারি নিয়ে ফারুক বলেন, ‘আগে তো উনারা (আগের বোর্ড) রাজা ছিলেন ১৬ বছর। তখন কেনো লেখেননি? আমি দায় স্বীকার করছি এবারের আসর নিয়ে। কিন্তু আমরা এমনভাবে কথা বলছি যে আগে বিপিএল শতভাগ সঠিক ছিলো। শুধু এ বছর এসে সমস্যা হয়েছে। এটা তো না।’
তিনি আরও বলেন, ‘রাজশাহী যা করেছে একটা টুর্নামেন্ট শেষ করে দিতে তারাই যথেষ্ট! তবে আজ থেকে পাঁচ মাস আগে পরিস্থিতি ভিন্ন ছিল। তখন আমাদের জানানোর দরকার ছিল বিপিএল হবে কি হবে না। ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি। তবে এখান থেকে বের হয়ে আসব। আগামী বিপিএলে দেখবেন।
এত কিছুর মধ্যেও পজিটিভ জিনিস খুজে নিচ্ছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘অনেক ইতিবাচক দিক বলতে হবে। আমরা দেখেছি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আসলে কাদের সঙ্গে। (আরব আমিরাতের) আইএল টি-টোয়েন্টির সঙ্গে সূচি সাংঘর্ষিক না করলে অনেক ভালো হবে। বিপিএল আয়োজনে ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়ার চিন্তা আমাদের। বের করেছি কী করতে হবে। ৫ দলের হলেও আমাদের কাউকে খুঁজতে হবে না। উইন্ডো বের করেছি। প্রথম, দ্বিতীয় বছরে হবে না। তৃতীয় বছরেই দেখবেন লাভের মুখ দেখবে। আমাদের সময় দিতে হবে। আমাদের বুঝতে হবে এবার আয়োজনে কী কী চ্যালেঞ্জ ছিল। ৯০ শতাংশ টিকিট (১০ কোটি টাকার) বিক্রি হয়েছে। মাঠে রান হচ্ছে। ভালো খেলা হচ্ছে। এই ইতিবাচকগুলো আপনারা লিখুন।
খেলাধুলা, গণমাধ্যম, ঝালকাঠি, দেশজুড়ে, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল বিভাগ, বিনোদন, মন্তব্য প্রতিবেদন, মেইন লিড, রাজনীতি, শিক্ষা, শিরোনাম, সাব-লিড